খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে, গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে খালেদা জিয়ার সঙ্গে পূর্বে তোলা ছবি শেয়ার করে এ শোক জানান তিনি।
ফেসবুকে দেওয়া এ শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।
আরও পড়ুন: বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থেকে ঢাকায় জরুরি তলব
তিনি বলেন, তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে অবদানের বিষয়ে জানিয়ে মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের স্মৃতি আমি স্মরণ করছি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তার আত্মা শান্তিতে থাকুক।