২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫

ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে উদ্বেগ প্রকাশ কমনওয়েলথ মহাসচিবের

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে  © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। একইসঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমসহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে শার্লি বোচওয়ে বলেন, 'শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আমি বাংলাদেশের শোকাতুর জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।' বিবৃতিতে তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মহাসচিব তাঁর বক্তব্যে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান। এই সংকটকালে বিদ্বেষ পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষের প্রতি আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন এবং সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শন করুন।'

বিবৃতিতে শার্লি বোচওয়ে আরও উল্লেখ করেন যে, একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। উদ্ভূত সংকট কাটিয়ে উঠতে তিনি সবাইকে ধৈর্য ও শান্তির পথে থাকার আহ্বান জানান।