১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪

ভেনেজুয়েলার তেল ট্যাংকার ‘সর্বাত্মক অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

মাদরু ও ডোনাল্ড ট্রাম্প   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়ায় যাতায়াতকারী সব মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর “সম্পূর্ণ ও সর্বাত্মক” অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে গঠিত সবচেয়ে বড় নৌবহর দ্বারা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের সম্পদ চুরি, এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারসহ বহু কারণে ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।' ট্রাম্প বলেন, 'অতএব, আজ আমি ভেনেজুয়ায় প্রবেশ ও প্রস্থানকারী সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর একটি সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।'

এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার জব্দ করে এবং ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই অভিযানে বেসামরিক হত্যার অভিযোগ তুলেছেন। অন্যদিকে ভেনেজুয়েলা বলছে, এই পদক্ষেপ তাদের বিপুল তেল ও গ্যাস সম্পদ দখলের ষড়যন্ত্র।