১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭

২০২৫ সালে ৮৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, শিক্ষার্থীদের কত

ডোনাল্ড ট্রাম্প   © সংগৃহীত

চলতি বছর ৮৫ হাজারের বেশি ভিসা বাতিল করে ট্রাম্প প্রশাসন। সকল ক্যাটাগরি মিলিয়ে এই বিপুল সংখ্যক ভিসা বাতিল করা হয়েছে। খবর সিএনএন। 

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জানুয়ারি থেকেই ট্রাম্প প্রশাসন ভিসাগুলো বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে। ওই কর্মকর্তা জানান, মোট বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় অর্ধেকই বাতিল করা হয়েছে মাদক গ্রহণ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ, চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে।

তিনি আরও জানান, ভিসা বাতিলের এই সংখ্যাটি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট জানায়, ডানপন্থী মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যু উদযাপনকারী কয়েকজনের ভিসাও কর্তৃপক্ষ বাতিল করেছে।

এদিকে বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় ১০ শতাংশই ছিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের, যার সংখ্যা ৮ হাজারেরও বেশি। প্রতিবেদনে বলা হয়, এই শিক্ষার্থীদের কেউ কেউ ইসরায়েলের গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ক্যাম্পাসে সক্রিয় থাকার কারণে লক্ষ্যবস্তু হয়েছেন।

গত ২৯ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, এসব ‘বহিরাগত শিক্ষার্থীকে’ ইহুদি-বিরোধী হিসেবে বিবেচনা করা হতে পারে এবং প্রয়োজন হলে তাদের যুক্তরাষ্ট্র থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।