০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত ঘোষণা

এডিনবার্গ বিমানবন্দর  © সংগৃহীত

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ স্কটল্যান্ডের এডিনবার্গ বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমস্যায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। এর ফলে কিছু যাত্রী রানওয়েতে বিমানের ভেতরে আটকা পড়ার কথা জানিয়েছে স্থানীয় একাধিক গণমাধ্যম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে এবং যাত্রীদের আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

এডিনবার্গ বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, বর্তমানে এডিনবার্গ বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। এই মুহূর্তে মোট ৩৮টি বিমান উঠা-নামায় সমস্যার সম্মুখীন হয়েছে বলে তিনি দাবি করেন।