প্রথম ফিলিস্তিনি সভাপতি বেছে নিলো অক্সফোর্ড ইউনিয়ন

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
আরওয়া এলরাইশ

আরওয়া এলরাইশ © সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি নারী আরওয়া এলরাইশ। রবিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট।

মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয় ১৮২৩ সালে। এটি ব্রিটেনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি ইউনিয়ন ও বিশ্বের অন্যতম সম্মানজনক স্টুডেন্টস সোসাইটি। প্রথম ফিলিস্তিনি সভাপতি হিসেবে আরওয়াকে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিয়ন।

জানা গেছে, দ্বিতীয় বর্ষের পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) বিষয়ের শিক্ষার্থী আরওয়া হানিন এলরাইশ ২০২৬ সালের ট্রিনিটি টার্মে নির্বাচিত হয়েছেন। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটি সেমিস্টার। এগুলো মাইকেলমাস (অক্টোবর থেকে ডিসেম্বর), হিলারি (জানুয়ারি থেকে মার্চ) ও ট্রিনিটি (এপ্রিল থেকে জুন) টার্ম নামে পরিচিত।

আরওয়া জানান, শৈশবে তিনি ও তার পরিবার অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। তিনি নিজেকে ‘ফিলিস্তিনি’ দাবি করলেও গাজার কোন এলাকায় বাস করতেন, তা জানা যায়নি। কাতারের দোহা কলেজ থেকে এ লেভেল পাস করেন আরওয়া। তার বাবা মোহামেদ এলরাইশ কাতার বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক গবেষণা বিভাগের প্রধান ছিলেন।

২০১২ সাল থেকে মোহামেদ এলরাইশ কাতারে বাস করছেন। এর আগে তিনি ২০০২ থেকে ২০১১ পর্যন্ত লন্ডনে ছিলেন। ধারণা করা হয়, আরওয়ার জন্ম ২০০৫ থেকে ২০০৭ এর মধ্যে।

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬