আন্তর্জাতিক গণমাধ্যমে সরব খালেদা জিয়ার অসুস্থতার খবর
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার গুরুতর অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, বিষয়টি সেখানে প্রধান শিরোনাম হিসেবে গুরুত্ব পাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ, দ্য ডন, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ, জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেসহ বিভিন্ন সংবাদমাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে। তবে তিনি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই দ্রুত তাকে দেশের বাইরে পাঠানো হবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।