পাকিস্তানে হামলার পর ‘এক বাক্যে’ বিশ্বকে যে বার্তা দিলেন জয়শঙ্কর
কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পরিচালিত এ হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। হামলার পর বিশ্ববাসীর উদ্দেশে এক বাক্যে বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর বলেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। এ পাল্টা-পাল্টি হামলায় দুইদেশে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে এবং ভারতীয় ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।