২৯ এপ্রিল ২০২৫, ১৩:৫০

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ভূপাতিত করা ড্রোন  © সংগৃহীত

কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ তারিখ) এক প্রতিবেদনে এ এ তথ্য জানিয়েছে ট্রিবিউন ডটকম পিকে।

কোয়াডকপ্টার হচ্ছে একটি ধরনের মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন, যার চারটি ঘূর্ণায়মান প্রপেলারের সাহায্যে এটি আকাশে উড়ে এবং নিয়ন্ত্রণ করা যায়। সামরিক ক্ষেত্রে, কোয়াডকপ্টার প্রায়ই গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, যেমনটা পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতীয় কোয়াডকপ্টারটি করছিল।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল।  ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়। তারা বলছেন, এই সময়োপযোগী পদক্ষেপ সীমান্ত অতিক্রম করে গুপ্তচরবৃত্তির একটি প্রচেষ্টা প্রতিহত করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যেকোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।