বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ, বাংলাদেশ থেকে কখন
চলতি বছরের তৃতীয় ও শেষ সুপারমুন দেখা যাবে আজ (৪ ডিসেম্বর)। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ডিসেম্বরের এই পূর্ণ চাঁদকে ‘কোল্ড মুন’ বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের স স্থান থেকেই দেখা যাবে এই মনোমুগ্ধকর সুপারমুন। এই চাঁদ তার সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট পর্যন্ত।
‘কোল্ড মুন’ (Cold Moon Sight) নামের কারণ:
বিবিসি জানিয়েছে, বছরের প্রতিটি পূর্ণিমারই একটি করে নাম রয়েছে। যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকে প্রচলিত। মৌসুম পরিবর্তনের হিসেব রাখার জন্যই ইতিহাসে পূর্ণিমার নানা নামকরণ করা হতো। সেই অনুসারেই ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’। কারণ শীতের সূচনা হয় এই সময়ে।
কেন এটিকে সুপারমুন বলা হয়?
সুপারমুন তখন হয় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে (Moon Closest to Earth) কাছে অবস্থান করে। তাই চাঁদ অন্য সময়ের তুলনায় একটু বড় ও উজ্জ্বল দেখায়। আর এটিই হবে বছরের তৃতীয় ও শেষ সুপারমুন।
বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, আগামী পূর্ণিমা দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। সেটির নাম হবে ‘উলফ মুন’।