এ বছরের শীতের দাপট কেমন থাকবে— জানালেন আবহাওয়াবিদ
নভেম্বরের শুরু লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে। সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে ভারী কুয়াশা। দেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল। বুধবার ভোরে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার (১২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার শীতের প্রবাহ বাড়তে পারে। গত বছরের উদাহরণ দিয়ে বলেন, গত বছর তো শীত কম ছিল সেই তুলনায় এবছর শীত বাড়বে। আমরা এখন পর্যন্ত উত্তরঅঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট বেশি দেখতে পেয়েছি।
ওমর ফারুক বলেন, শৈত্যপ্রবাহের সময় সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যাবে।
আরও পড়ুন: মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু কখন— জানালেন আবহাওয়াবিদ
আবহাওয়াবিদ বলেন, উত্তর অঞ্চলের গত কয়েকদিন ধরে সকাল-বিকেল কুয়াশা দেখা গেলেও গত মঙ্গলবার কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। দিনের বেলায় ঝলমলে রোদে তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।
তিনি বলেন, আগামী ১০/১৫ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ পড়ার কোন সম্ভবনা নেই। তবে নভেম্বরের শেষের দিকে উত্তর অঞ্চলের রাজশাহী, দিনাজপুর এবং পঞ্চগড়ের মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, মধ্য নভেম্বর অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমন টের পাওয়া যাবে, তবে ঢাকায় সেটি আসতে আরো কিছুটা সময় লাগতে পারে। তবে, যদি আগামী কয়েকদিনে বাতাসের গতিবেগ বেড়ে যায় তখন কিছুটা ঠাণ্ডা পড়তে পারে। এছাড়াও সূর্যের কিরণকাল যদি কমে যায় অর্থাৎ দিন ছোট হতে থাকে তখনও আস্তে আস্তে শীত বাড়বে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।