০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৩

ঢাকার আকাশ মেঘলাসহ আজ বজ্রবৃষ্টির আভাস

ঢাকার আকাশ মেঘলা  © সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি অংশে মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত।