২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮

বৃষ্টির দিনে জামা-কাপড়ের দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে

প্রতীকী ছবি   © সংগৃহীত

বর্ষাকাল মানেই প্রকৃতির সজীবতা, মাটির গন্ধ আর শান্তিময় বৃষ্টির সুর। কিন্তু বৃষ্টির এই রোমান্টিকতা আমাদের দৈনন্দিন জীবনে বাড়তি ঝামেলা তৈরি করে। তার মধ্যে অন্যতম হলো জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ। বৃষ্টির দিনে কাপড় ধুলেও ঠিকমতো শুকাতে না পারায় তাতে তৈরি হয় এক ধরনের ভেজা গন্ধ, যা শুধু বিরক্তিকরই নয়, বরং অস্বাস্থ্যকরও। এমনকি কাপড়েও দাগ পড়তে পারে বা ফাঙ্গাস জন্ম নিতে পারে। তাই বর্ষায় কাপড়ের যত্ন নেওয়া ও সঠিকভাবে শুকানো খুবই জরুরি।

বর্ষায় কাপড়ের স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ দূর করার কিছু কার্যকরী উপায় হলো:

গরম পানি ব্যবহার:
কাপড় পরিষ্কার করার সময় গরম পানি ব্যবহার করুন। এটি দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। তবে কাপড়ের ট্যাগ দেখে নিন – অনেক কাপড় গরম পানিতে ধোয়ার ফলে নষ্ট হয়ে যায়। 

বেকিং সোডা ব্যবহার:
ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে বেকিং সোডা যোগ করলে তা প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে কাজ করে। এতে কাপড়ের দুর্গন্ধভাব দূর হয়।

ভিনেগার ব্যবহার:
ভিনেগার কাপড়ের ময়লা দূর করতে এবং ডিটারজেন্টের ক্ষারীয় ভাব কমাতে সহায়ক। এটি কাপড়ের গন্ধ দূর করতেও সাহায্য করে. 

লেবুর রস:
হাতের কাছে বেকিং সোডা বা ভিনেগার না থাকলে, লেবুর রস ব্যবহার করে কাপড়ের দুর্গন্ধ দূর করা যেতে পারে। লেবুর সুগন্ধ সতেজতার অনুভূতি দেয়। আপনি যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন, তাতে একটু লেবুর রস দিন। এতে আপনার জামাকাপড় ভেজা গন্ধ হবে না। শুধু তাই নয়, বৃষ্টির কারণে আলমারিতে হওয়া স্যাঁতসেঁতে গন্ধও কাপড়ে উঠবে না।

ফ্যান ও জানালার ব্যবহার:
ঘরের জানালাগুলো খুলে দিন যাতে বাতাস আসে। ফ্যানের নিচে কাপড় দিলে দ্রুত শুকিয়ে যাবে। সঙ্গে বাটিতে খানিকটা লবণ রেখে দিলে তা বাতাসের আর্দ্রতা শুষে নেবে।

ইস্তিরি করা:
হালকা গরম ইস্তিরি দিয়ে কাপড় ইস্তিরি করলে জীবাণু মরে যায় এবং কাপড়ের দুর্গন্ধ কমে যায়।

ন্যাপথলিন বা নিম পাতা:
কাপড় সংরক্ষণের সময় ন্যাপথলিন বা নিম পাতার গুঁড়া ব্যবহার করলে ছত্রাক জমতে বাধা দেয়।