৩০ মে ২০২৫, ১০:৪০

রাজধানী ও আশপাশে এলাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি  © টিডিসি ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে এখন ঢাকা ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি বর্তমানে একটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে আটটার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আজকের মধ্যে আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপের প্রভাব শনিবারও দেশের কিছু এলাকায় বজায় থাকতে পারে। ফলে আগামীকালও বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দিনভর তা অব্যাহত থাকতে পারে। রাজধানীতে সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শনিবারও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ধীরে ধীরে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়। গতকাল সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদী কোর্টে, যেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৮৬ মিলিমিটার।

অতি বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় ভেঙে পড়েছে নদী বাঁধ, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। উপকূলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।


আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলেও নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তবে এর পরও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।