২৯ মে ২০২৫, ১১:৩৯

দুপুর থেকে ১৭ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা

বৃষ্টি  © সংগৃহীত

দুপুর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১৭ জেলায় ভারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে আজ সকাল থেকে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে এখন পর্যন্ত বৃষ্টি শুরু না হলেও বিকেল ৪ টার মধ্যে সারাদেশে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।  আজ ও আগামীকাল শুক্রবার (৩০ মে)  সারাদিন দিন বৃষ্টি  স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, আজ দুপুর ১২ টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ভারি বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোতে টানা বর্ষণ চলবে।