২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭
সোমবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (২৬ জানুয়ারি) দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
জানায়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।