০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩

আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  © সংগৃহীত

নরসিংদী সুইচিং ষ্টেশনের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নরসিংদী ৩৩ কেভি সুইচিং ষ্টেশনের টি-০৩ বাস এর আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–২-এর জেনারেল ম্যানেজার মো. আবদুল কুদ্দুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) নরসিংদী সুইচিং ষ্টেশনের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদী ৩৩ কেভি সুইচিং ষ্টেশনের টি-০৩ বাস এর আওতাধীন রায়পুরা, চৌয়ালা-২, বাগহাটা ৩৩ কেডি ফিডার, টি-০৪ বাস এর আওতাধীন শিবপুর ও হাসনাবাদ ৩৩ কেভি ফিডার, টি-১ বাস এর আওতাধীন মরজাল, বিসিক ও চৌয়ালা-১ (ইউনিট-২) এবং টি-২ বাস এর আওতাধীন ডরিন ও মহিষাশুরা ৩৩ কেভি ফিডার সকাল ৮টা হতে সকাল ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। 

আরও বলা হয়, উক্ত ৩৩ কেডি ফিডার সমূহের আওতায় নরসিংদী জেলার নরসিংদী পৌরসভাসহ সদর উপজেলা, রায়পুরা উপজেলা, শিবপুর উপজেলা, বেলাব (আংশিক), হাসনাবাদ, চরসুবুদ্ধি, মরজাল, নারায়পুর, শ্রীফুলিয়া, ইটাখোলা, বিসিক শিল্পনগরী, সৈয়দনগর, পুটিয়া, সোনাতলা, ঘোড়াদিয়া, বদরপুর, হাজীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া নরসিংদী সদর উপজেলার আওতায় ভেলদি, শালিধা, কামারগাঁও, চৌয়ালা, খাটেহারা, সাহেপ্রতাপ, দগোরিয়া, নরসিংদী পুলিশ লাইন্স, পিবিআই অফিস, নরসিংদী পলিটেকনিক ইনষ্টিটিউট, তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ভাগদী, দামের ভাওলা, শান্তির ওলা, নাগরিয়াকান্দি, সাটিরপাড়া, ইউএমসি, আলীজান, কাউরিয়া পাড়া, ব্রাহ্মনপাড়া, সদর উপজেলা হাসপাতাল, নরসিংদী পৌরসভা, বাগহাটা, শিলমান্দি, টেকপাড়া, চিনিশপুর, ভেলানগর, মানিকরোড়, দাসপাড়া, ব্যাংক কলোনী, নন্দীপাড়া, তরোয়া, বাসাইল, জেলখানার মোড়, করিমপুর, নজরপুর, আলোকবালী সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।