কুয়াকাটা সৈকতে ঢেউয়ের তোড়ে নিখোঁজের পর তরুণের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী মিঞা সামাদ সিদ্দিকী পারভেজের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে নিহত সামাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি খুলনার খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে।
জানা গেছে, খুলনা থেকে আসা সাত সদস্যের পর্যটক দলের সঙ্গে মঙ্গলবার রাতে কুয়াকাটায় আসেন সামাদ। স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন তারা। বুধবার সকাল ১১টার দিকে দলের পাঁচ সদস্য সৈকতে গোসলে নামে, সামাদও পানিতে নেমে সাঁতার না জানা সত্ত্বেও জলের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ উচ্চ ঢেউয়ের তোড়ে তিনি ভেসে যান এবং নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দা হারুন জানান, ‘ছেলেটি সাহায্যের জন্য হাত উঁচিয়ে চিৎকার করছিল, আমরা ছুটে যাওয়ার সময় সে ডুবে যায়।’
আরও পড়ুন: জামায়াত নেতাদের ছবির স্থানে খালেদা জিয়ার ‘বয়ান’ টাঙাল ছাত্রশিবির
নিখোঁজের খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালান। পরে সৈকতে গোসলে আসা এক পর্যটকের পায়ে মরদেহটি ধরা পড়ে এবং ডুবুরি দল তা উদ্ধার করে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে এটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।’