টানা ১১ দিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অবস্থান কর্মসূচি
সাত দফা দাবিতে টানা ১১ দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি গত ২১ মে থেকে শুরু হয়। শনিবার (৩১ মে) বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।
অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি মানা না পর্যন্ত দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে। জরুরি সেবা চালু রেখে সব লাইন ক্রু ও ৫০ শতাংশ কর্মকর্তা স্টেশন ত্যাগ করে শহীদ মিনারে অবস্থান করবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সঙ্গে সব তথ্যপ্রবাহ ও দাপ্তরিক যোগাযোগ বন্ধ থাকবে।
দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা আরইবির ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। এসব সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গত বছরের জানুয়ারি থেকে দুই দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—আরইবি চেয়ারম্যানের অপসারণ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি ও শাস্তিমূলক বদলি বাতিল, জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ এবং অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতিগুলোর কার্যক্রম পরিচালনা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা জরুরি সেবা চালু রেখে কর্মবিরতি পালন করছেন এবং আরইবি’র সঙ্গে সব তথ্যপ্রবাহ ও দাপ্তরিক যোগাযোগ বন্ধ রেখেছেন।
আন্দোলনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সাত দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা সংহতি জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।