বিতর্কে প্রশ্ন

শিবির জিতলে নারীদের পোশাকে বাধ্যবাধকতা আসবে কিনা, যা বললেন ফরহাদ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ PM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল জিতলেও ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের পোশাক পরিধানের ক্ষেত্রে কোনও ধরনের বাধ্যবাধকতা আসবেনা বলে জানিয়েছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত ‘ডাকসু নির্বাচনী বিতর্ক-২০২৫’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় শিবির নির্বাচিত হলে ক্যাম্পাসের মেয়েদের পোশাক পরিধানের ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতা আসতে পারে কিনা— এই প্রশ্ন করা হলে উত্তরে ফরহাদ বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার্থীরা যিনি যে পোশাকে কমফোর্ট ফিল করেন তিনি সেই পোশাক পরবেন। কেউ বোরকা পরলেও তাকে থামান যাবে না, কেউ টি-শার্ট পরলেও তাকে থামান যাবে না। আমার দায়িত্ব কাউকে মোরাল পুলিশিং করা নয়। এটা করলে অধিকার হরণ করা হয়। আমি এটা করলে আমার বিরুদ্ধে অভিযোগ দেবেন, অ্যাকশন নেবেন।’  

শিবিরের বিরুদ্ধে বললে বট অ্যাটাক করা হয়, এ বিষয়ে শিবিরের অবস্থান কী জানতে চাইলে ফরহাদ বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দল অ্যাকাউন্ট খুলে আমাদের লোগো ইউজ করে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। প্রোফাইলের ভেতরে ঢুকলে দেখা যায় অন্য দলের প্রচারণা আর কমেন্টে জামায়াত-শিবিরের পক্ষ থেকে অন্যকে গালাগালি। এদের উদ্দেশ্য অনুসন্ধান করতে গিয়ে দেখলাম ছাত্রশিবির দীর্ঘদিন ধরে যে ওয়েলফেরমূলক কাজ করছে, তাদের খুদ ধরতে না পেরে, তাদের কেমনে ঠেকাব একটায় ওয়ে এদের নামে আইডি খোল, গালাগালি কর, এজেন্ডা বানাও।’ 

তিনি বলেন, ‘আমাদের একটি লিগ্যাল টিম করা হয়েছে, আপনারা এ ধরনের অ্যাকাউন্ট পেলে আমাদের দেবেন। আমরা নিজেরাই ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব এবং  অ্যাকাউন্টের ওউনারকে গ্রেপ্তার করার জন্য হেল্প করব।’ 

তিনি আরও বলেন,  ‘এ দায় আমরা নিতে চাই না। সারাদেশে আমরা কনস্ট্রাকটিভ কাজ করতেছি। এ কাজ আমরা কেন করব। নিজেদের ভালো কি আমরা বুঝি না।’  

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫