ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা আটক

১৩ মে ২০২৫, ০১:২৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:২২ PM
ছাত্রলীগ নেতা আটক

ছাত্রলীগ নেতা আটক © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় শাখার কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করেছে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। 

সোমবার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে তাকে আটক করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খায়রুল ও তার বন্ধুরা। পরবর্তীতে তাকে নিকটস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। 

অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত সায়মুম গতবছরের ৫ জুন আনুমানিক সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ট্যুরিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত সিদ্দিকের মাধ্যমে কল দিয়ে শেখ রাসেল হল বর্তমানে শহীদ আনাস হলে) ৪০৩ নাম্বার রুমে নিয়ে যায়। কথাবার্তার একপর্যায়ে সায়মুম ভুক্তভোগী খায়রুলকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে ফেলে দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে সে খায়রুলকে বেপরোয়াভাবে মারধর করে এবং ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এসময় খায়রুল হাতে পায়ে ব্যথা পায় এবং তার শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হয়। 

এব্যাপারে ভুক্তভোগী খায়রুল বলেন, আমার বিভাগের ফ্রেন্ড ওর প্রেমিকা ছিল। আমার ফ্রেন্ড হওয়ার সুবাদে আমি ওর সাথে ঘুরছিলাম সেটা দেখে এই সায়মুম আমাকে ডেকে নেয়। এরপর আমাকে ছাদে নিয়ে ভীষণভাবে মারধর করে, লাথি দিয়ে নীচে ফেলে দেওয়ার হুমকি দেয়। সেদিন আমি অনেক কষ্টে ওখান থেকে বেচে আসি। পরবর্তীতে এঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত আবেদন দিলেও ছাত্রলীগের চাপে কোন বিচার হয়নি বলে জানায় সে। 

এ বিষয়ে ইবি থানার এসআই রাকিব বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমরা ভুক্তভোগীর অভিযোগপত্র পেয়েছি। ওসি স্যার একটি কাজে বাইরে থাকায় আমরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেইনি। ওসি স্যার এসে পরবর্তী সিদ্ধান্ত নিবেন৷ 

জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫