জুলাই আন্দোলনে সহিংসতার তদন্তে জবির কমিটি, চলছে তথ্য সংগ্রহ ও গণশুনানির প্রস্তুতি

২৯ মে ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৮:৫৬ PM
জবি লোগো

জবি লোগো © ফাইল ফটো

জুলাইয়ে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় সংঘটিত সহিংসতায় জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কমিটি শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় ও গণশুনানির আয়োজন করবে বলে জানিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আন্দোলনের সময় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তদন্ত কমিটির কাছে তথ্য প্রদান আহ্বান জানানো হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার বরাবর আগামী ৩০ জুনের মধ্যে লিখিত অভিযোগ, অভিযুক্তদের বিবরণ এবং প্রমাণাদি সিলগালা খামে জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময় ও গণশুনানির অংশ হিসেবে ১৭ জুন সাংবাদিক নেতৃবৃন্দ, ১৯ জুন ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পর্যায়ক্রমে ২২ জুন (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ), ২৪ জুন (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), এবং ২৬ জুন (বিজনেস স্টাডিজ, চারুকলা ও আইন অনুষদ) মতবিনিময় অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ২৯ জুন সকালে এবং শিক্ষকবৃন্দের সঙ্গে একই দিন দুপুর ২টায় গণশুনানি হবে। সকল কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করব। সবার বক্তব্য শোনার পর যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে।’

ট্যাগ: জবি
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫