পরীক্ষা পেছানোর দাবির মধ্যেই ৪৭তম বিসিএস লিখিতের নির্দেশিকা প্রকাশ

১৮ নভেম্বর ২০২৫, ০২:১৪ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে হলে প্রবেশের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা একটু সময়সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

এতে আরও বলা হয়, সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। 

এদিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করছেন প্রার্থীরা। তাদেরন অভিযোগ  পিএসসি দীর্ঘদিন ধরে একের পর এক বিসিএস ব্যাচের প্রক্রিয়া যথাযথভাবে শেষ না করে নতুন ব্যাচের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে, যা পরীক্ষার মান ও ন্যায্য প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

তাদের মতে, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার তা মাত্র ৪০ দিন। এত কম সময়ের ব্যবধানে লিখিত পরীক্ষার আয়োজন করা হলে অধিকাংশ পরীক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন না এবং বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সঠিক মূল্যায়নের সুযোগ সংকুচিত হয়ে যাবে। 

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫