তুমি তোমার ২৬ বছরের স্বপ্ন দেশকে দিয়েছ, মাকে বললেন স্নিগ্ধ

১১ মে ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
মীর মুগ্ধ ও স্নিগ্ধ

মীর মুগ্ধ ও স্নিগ্ধ © সংগৃহীত

মা দিবসে আবেগময় এক ফেসবুক পোস্ট দিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ছাত্র মীর মুগ্ধ গত বছর ১৮ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান। সেই হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ হওয়ার আগেই মা দিবসে মায়ের প্রতি অশেষ ভালোবাসা ও সম্মান জানিয়ে নিজের কষ্টের কথা লিখেছেন স্নিগ্ধ।

তার লেখায় উঠে এসেছে এক মায়ের ২৬ বছরের স্বপ্ন ভাঙার যন্ত্রণা এবং একটি সাহসী সন্তানের আত্মত্যাগের গৌরব।

স্নিগ্ধ লেখেন, “একটা ছেলেকে জন্ম দিয়ে ২৬ বছর ধরে নিজের শরীরের রক্ত পানি করে লালন পালন করে বড় করেছো। কত খুনসুটি, কত স্বপ্ন ছিলো। তারপর আসলো সেই ১৮ জুলাই, যেদিন এই আদরের ছেলের মরদেহ তোমার সামনে। কপাল বেয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে আর নিষ্প্রাণ দেহটি সামনে নিয়ে হয়তো তোমার সেই দিনটির কথাই মনে পড়ছিলো যেদিন প্রথম জন্ম দেওয়ার পর তুমি মুগ্ধ আর আমাকে একসাথে কোলে নিয়েছিলে।”

তিনি আরও লিখেছেন, “দেশ তোমাকে কি দিয়েছে না দিয়েছে জানি না, কিন্তু তুমি তোমার ২৬ বছরের স্বপ্ন এই দেশকে দিয়েছো। হ্যাপি মাদার্স ডে আম্মু। তুমি এই দেশের সবচেয়ে সাহসী মা, যাদের কারণেই মুগ্ধরা জন্ম নেয় এবং সাহস পায় দেশের জন্য জীবন দেওয়ার।”

এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে মীর মুগ্ধর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫