জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ PM
সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান © সংগৃহীত

সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। গত রোববার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের মতবিনিময় সভায় ও একই অনুরোধ জানানো হয়েছে। কয়েকজন প্রার্থী এও বলেছেন, আমি প্রার্থী হলে তাঁরা সরে দাঁড়াবেন। জনপ্রতিনিধি হওয়া সৌভাগ্যের বিষয়।কিন্তু যেমনটি মতবিনিময় সভায় বলেছি, আমি নির্বাচনে অংশ নিচ্ছিনা।

পোস্টে তিনি নির্বাচনে না দাঁড়ানোর ৩ টি কারণ উল্লেখ করেন। কারণগুলো হল- ১. যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সাংসদ হওয়া। এজন্য তারা ত্যাগ স্বীকার করেন। সারাজীবন আমার কোন দলীয় রাজনীতির সাথে সংস্পর্শ ছিলনা। আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চাইনা। তাই, আমি নির্দলীয় মানুষ হিসাবেই বাকী জীবন কাটাতে চাই। উপদেষ্টা হিসাবে আমি নিরপেক্ষতার শপথ আবদ্ধ। 

২.আমাকে অনুরোধ করা হচ্ছে, কারণ, উপদেষ্টা হিসাবে আমি সন্দ্বীপের জন্য কিছু কাজ করেছি। কিন্তু এখানে একটা স্বার্থের সংঘাত আছে। আমি সরকারি দায়িত্ব পালন করে, ব্যক্তিগত সুবিধা নিতে পারি না। 

৩. তৃতীয় কারণটি হলো, যেমনটি মতবিনিময় সভায় বলেছি আমার বয়স সাংসদ হওয়ার অনুকূল নয়। আমি চাই অপেক্ষাকৃত তরুণ, মেধাবী, সৎ ও সন্দ্বীপকে ভালোবাসেন এমন কাউকে আপনারা বেছে নেবেন। স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনে, আপনারা যাকে বেছে নেন, তিনি যে দলেরই হোক না কেন, আমরা সবাই তাঁর পেছনে দাঁড়াব। 

দুপুরে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব মানুষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন আটকে দেন শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫