বিপিএলে নতুন ঠিকানায় মিরাজ, পেতে পারেন অধিনায়কত্বও!

০৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর ঘিরে প্রস্তুতি বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে পাঁচ দলের চূড়ান্ত নামও জানায় বিসিবি। এর মধ্যে নতুন দল সিলেটের পাশে টাইটান্স নামটি যুক্ত হয়েছে। জানা গেছে, এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকেও দলে টেনেছে তারা।

যাদের দুজন হলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। একইসঙ্গে অলরাউন্ডার মিরাজকে অধিনায়কত্বও দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র। 

এদিকে দেশি একজন কোচ সিলেটের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন। দলটির টিম ডিরেক্টরও চূড়ান্ত। সিলেট শিবিরে বিদেশি কাউকেই কোচ হিসেবে দেখা যেতে পারে।

অন্যদিকে পাঁচ দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের নাম অপরিবর্তিত থাকছে। যেখানে রংপুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে টগি স্পোর্টস। এ ছাড়া ঢাকার মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)–এর হাতে। 

চট্টগ্রামের দল পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস; দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। দলের নাম সিলেট টাইটানস। এ ছাড়া নাবিল গ্রুপের মালিকানায় 'রাজশাহী ওয়ারিয়রস' নামে খেলবে রাজশাহী।

তবে প্রাথমিকভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানায় বিসিবি। আর আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে। 

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫