প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ছাত্রীকে হত্যাচেষ্টা

২২ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই মাদ্রাসা শিক্ষার্থী। ওঁত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবার জানান, প্রতিবেশী ইয়াসিন মাদরা শিক্ষার্থীকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাকে হত্যাচেষ্টা করে ইয়াসিন। এ ঘটনায় বৃহস্পতিবার, ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।

জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫