নিহত চবি শিক্ষক আফতাব হোসেন ফেসবুকে সর্বশেষ যা লিখেছিলেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন  © সংগৃহীত

নিজ ক্যাম্পাসের সামনের মহাসড়কে প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১)। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে শিক্ষক আফতাব হোসেন স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। প্রাইভেটকার পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক সহযোগী অধ্যাপক আফতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে।

আফতাব হোসেন গত ৬ আগস্ট ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে। সেটি হুবহু তুলে ধরা হলো। ‘অযৌক্তিক ও চরম সিদ্ধান্ত নেওয়া বা নেওয়ার পরামর্শ দেওয়া আমাদের সরকারি অফিস গুলোর জন্য খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের প্রতিটি দেশ যখন জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বাংলাদেশ তখন ছিলো চোখ বন্ধ করে! গত দুই দিন আগেও বাংলাদেশে অকটেনের খুচরা মূল্য ছিলো মাত্র ৮৯ টাকা প্রতি লিটার।

আরো পড়ুন: মাঝরাতে প্রাইভেটকার চাপায় মারা গেলেন চবি শিক্ষক

অন্যদিকে একই সময় ভারতে এর দাম ছিলো ১২৮ টাকা (১০৬ রুপি), পাকিস্তানে ১০৫ টাকা (২৫০ রুপিয়া), আমেরিকায় ১২০ টাকা (১.২৭ ডলার), তুর্কীতে ১১৯ টাকা (১.২৫ ডলার)। গতকাল এসে তাদের বোধদয় হলো মূল্য সমন্বয় করার। এবার তারা এমন সমন্বয় করলেন যে পৃথিবীর যেকোন দেশের থেকে তেলের দাম সম্ভবত বাংলাদেশে এখন বেশি! একেবারে একলাফে ৮৯ টাকার অকটেন ১৩৫ টাকায়!! সাব্বাশ!! একেই বলে চরম পন্থা!! এবার ঠেলা সামলাও!!’

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘ব্রেইল থেকে বাংলা টেক্সট’ উদ্বোধন করল ঢাবি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, নিহত শিক্ষক আফতাব হোসেন স্কুটি চালিয়ে শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন।  এ সময় প্রাইভেটকারটি পেছন থেকে তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ