০২ সেপ্টেম্বর ২০২২, ২২:২২

জাবিতে সাংবাদিকদের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

সাংবাদিকদের মানববন্ধন   © টিডিসি ফটো

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে বিচার দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। পাশাপাশি দাবি না মানলে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ সাংবাদিকরা।

আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন। তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নিতে হবে।’

জানা যায়, গত ২রা আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে ডেকে সাংবাদিক আল আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করে ওই হলের ছাত্রলীগের কয়েকজন কর্মী। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অভিযুক্ত আটজনকে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি। 

আরও পড়ুন: জুমার নামাজ শেষে ইবিতে সিনিয়র-জুনিয়রের মারামারি, আহত ১৫

পরদিন (৩ আগস্ট) ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে হল প্রশাসন। গত ২১ আগস্ট তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খখলা বোর্ডের কাছে প্রতিবেদন জমা দেয়। গত বৃহস্পতিবার শৃঙ্খখলা কমিটির সভায় ঘটনার বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শৃঙ্খখলা কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেন তদন্ত কমিটি অপূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ায় বিচার করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। ফলে শৃঙ্খখলা কমিটি চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

তিনি জানান, নতুন করে গঠিত এই কমিটির প্রধান শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ইস্রাফিল আহমেদ, অধ্যাপক আলী আকবর এবং সদস্য সচিব গৌতম কুমার বিশ্বাস।

এদিকে জাবিসাস সভাপতি বেলাল হোসেন বলেন, ‘আমাদের অনুসন্ধানে জানা গেছে তদন্ত কমিটির রিপোর্টে ভুক্তভোগীর অভিযোগপত্র সংযুক্ত করা হয়নি। অন্যদিকে অভিযুক্তদের বক্তব্য বিস্তারিত উঠে এসেছি কিন্তু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংকোচন করা হয়েছে। এভাবে তদন্তের নামে প্রহসন করেছে কমিটি। যাদেও প্রতিবেদন অসম্পূর্ণ এবং পক্ষপাতদুষ্ট।’

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনিসহ প্রমুখ।