দিন-দুপুরে রাবি ক্যাম্পাসে মাদকসেবন, ৪ বহিরাগত আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদকসেবন করা অবস্থায় চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।
প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে টহলরত অবস্থায় ক্যাম্পাসের শেখ রাসেল স্কুল মাঠ চারজন বহিরাগতকে নেশা করতে দেখা যায়। এ সময় নেশাজাতদ্রব্যসহ তাদের আটক করে কাজলা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এছাড়া ইদানীং এমন বহিরাগতদের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। তাই ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে সর্বদা সতর্কভাবে কাজ করছে প্রক্টরিয়াল টিম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সব ধরণের মাদকসেবন কিংবা অশালীন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা তৎপর আছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন : ফেসবুক পোস্টে কমেন্ট করায় বশেমুরবিপ্রবি ছাত্রকে মারধর
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে মাদকসেবন অবস্থায় চারজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছি।