২৬ আগস্ট ২০২২, ১৯:১৪

শব্দ দূষণের প্রতিবাদে একক অবস্থানে ঢাবি শিক্ষার্থী দুখু

মতিউর রহমান সরকার দুখু   © টিডিসি ফটো

শব্দ দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একক অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। 

একক অবস্থান নেওয়া শিক্ষার্থীর নাম মতিউর রহমান সরকার দুখু। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। 

তিনি জানান, ‘ঢাবিতে যেন অহেতুক কোনো হর্ন বাজানো না হয়। হর্নের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এর প্রতিবাদস্বরূপ গত ১৫ দিন আগে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর নিয়েছিলাম। কিন্তু এখনো চারপাশে অহেতুক নানা হর্ন বাজছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বদিচ্ছা থাকলেও এর প্রতিকার হচ্ছে না।’

তিনি আরও জানান, ‘আমি এর প্রতিবাদে এবং ক্যাম্পাসে হর্ন বন্ধের দাবিতে ব্যক্তি উদ্যোগে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আমি এ প্রতিবাদ চালিয়ে যাব। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা। যেন কেউ অযথা হর্ন না বাজায়।’

আরও পড়ুন : শিক্ষাব্যবস্থা হবে বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব: শিক্ষামন্ত্রী

এদিকে মতিউরের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। এর বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে। আর তা যদি না হয় তাহলে মতিউরের মতো আমাদের সবাইকে মাঠে নামতে হবে। শব্দ দূষণের কারণে আমাদের পড়াশোনাসহ বিভিন্ন ক্ষতি হচ্ছে।’