সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে এখন থেকে সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। মঙ্গলবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাবি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরতি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার উইকেন্ড প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।