ইশরাক টিকটক করে, তাই তার ছাত্রলীগ সম্পর্কে জ্ঞান নেই: সনজিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বিএনপির নেতা ইশরাকের উদ্দেশ্যে বলেন, 'তোর আব্বাকে জিজ্ঞেস কর, বাংলাদেশ ছাত্রলীগ কী জিনিস! খোকা সাহেব জানে। তুই তো মুর্খ মানুষ, টিকটক করে বেড়াস। সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। মাঠে নাম, টিকটক বাদ দিয়ে রাজপথে আয়।'
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ২টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত 'পিতার শোক, কন্যার শক্তি বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১৬ আগস্ট নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়বাদী মৎসজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বলেছেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নিয়ে লুকোচুরি বা তথ্য গোপন কারার কিছু নেই। তার জন্মদিন নিয়ে অপপ্রচার হচ্ছে। ১৫ আগস্ট কি কারো জন্ম হতে পারে না? এইদিনে যাদের জন্ম হয়েছে তারা কি এ জন্মদিন পালন করবে না?
‘‘১৫ আগস্ট যারা নিহত হয়েছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই, এই দিনে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই তাদের জন্মদিন পালন করতে পারে। আমরাও আমাদের নেত্রীর জন্মদিন পালন করতে পারি। নতুন করে ছাত্রলীগের অনেকে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে। তাদের অনেককে আমরা চিনিও না। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের আমরা গোনায় ধরি না।’’
মূলত ছাত্রলীগ নিয়ে ইশরাকের এমন মন্ত্যের প্রতিক্রিয়া সনজিত এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন- খেলা হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্টাইকারের ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেখানে নেইমার-মেসির ভূমিকা পালন করবে এবং গোল করবে। পরিশেষে আগস্ট মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা বলতে চাই- পিতা মুজিবকে আমরা রক্ষা করতে পারি নাই। কিন্তু আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার শরীরে কোনো ফুলের আছড় লাগতে দিব না।'
আরও পড়ুনঃ দুর্নীতির যে অবস্থা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আত্মহত্যা করতেন: ইতিহাসবিদ আনোয়ার
তিনি আরও বলেন, আমরা শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পথকে মসৃণ রাখব। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আপোষহীন থাকবে।
উক্ত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।