উপহারের বাসটি ব্যবহার হবে ঢাবির বিজ্ঞান অনুষদের গবেষণার কাজে

এনআরবিসি ব্যাংকের দেয়া উপহার
এনআরবিসি ব্যাংকের দেয়া উপহার  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এনআরবিসি ব্যাংকের দেওয়া এসি বাসটি বিজ্ঞান অনুষদের গবেষণার কাজে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যবহার করা হবে।

বুধবার (১৭ ই আগস্ট) সকাল ১১.৩০টায় ঢাবির উপাচার্য ড. মো: আখতারুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে বাসটি হস্তান্তর করে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।

বাসটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও অনেকের মনে প্রশ্ন উঠে বাসটি কোন রুটে চলাচল করবে।

এ বিষয়ে পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসে জানান, শিক্ষার্থীদের জন্য কোনো রুটে এসি বাস ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নেই। আমরা যদি এক রুটে এটা ব্যবহার করি, তাহলে অন্য রুটের শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত হবে। আমরা এটা করতে পারি না।

তিনি আরও বলেন, এই গাড়ির পৃষ্ঠপোষক শিবলী রুবাইয়াত আমাদেরকে বলে দিয়েছেন বিজ্ঞান অনুষদের শিক্ষক - শিক্ষার্থীরা গবেষণার কাজে কোথাও গেলে বাসটি ব্যবহার করবেন। পরবর্তীতে কোনো সিন্ধান্ত আসলে জানানো হবে।


সর্বশেষ সংবাদ