চবিতে ফেনী জেলার শিক্ষার্থীদের নতুন কমিটি
বিশ্ববিদ্যালয়ে নিজ অঞ্চলের মানুষদের সংস্পর্শ থাকার চেতনায় গঠিত হয় আঞ্চলিক সংগঠন। ফেনী জেলার শিক্ষার্থীদের এমনি এক সংগঠনের নাম ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনী’ (চুসাফ)। এই সংগঠনের নতুন নেতৃত্বে এসেছেন মো. শাফায়াত উল্যাহ আজাদ এবং জাহিদুল ইসলাম জাবেদ।
বুধবার (১০ আগস্ট) ২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে। এতে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য বলা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো.শাফায়াত উল্যাহ। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ২০১৭-১৮ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসালাম।
নবগঠিত কমিটির সভাপতি শাফায়াত আজাদ বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে নিয়ে শিক্ষা, ঐক্য ও সহযোগিতায় এই সংগঠনকে এগিয়ে যাবে। সাংগঠনিক কাজে গতিশীলতা বাড়িয়ে সদস্যেদের মাঝে সহমর্মিতার সম্পর্ক তৈরী করবো।