রাবিতে কোন বিভাগে কত আসন কমছে?
পড়াশোনার গুণগত মান বৃদ্ধি ও পঠনপাঠনে সামঞ্জস্যতা আনায়নের লক্ষ্যে স্নাতক প্রথম বর্ষে আসন সংখ্যা কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানা গেছে, ২০২১-২২ সেশনে ৩ ইউনিটে আসন সংখ্যা কমেছে ১৬৮টি। যার মধ্যে কলা অনুষদভুক্ত ইতিহাস বিভাগে কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০টি ও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। তাছাড়া সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০টি, সমাজকর্ম বিভাগে ২০টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০টি, লোকপ্রশাসনে ১০টি, নৃবিজ্ঞানে ৬টি ও ফোকলোর বিভাগে কমেছে ৬টি আসন।
এছাড়া জীববিজ্ঞান অনুষদভুক্ত মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫টি আসন। প্রকৌশল অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি এবং ভূ-বিদ্যা অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে কমেছে ৬টি আসন। চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে কমেছে ১৫টি আসন। ফলে বিশেষ কোটাবাদে আসন সংখ্যা হয়েছে ৪ হাজার ৫টি। তবে বিগত ২ বছরে ৩ ইউনিটে বিশেষ কোটাবাদে ছিল ৪ হাজার ১৭৩টি আসন।
আরও পড়ুন: রিটের পেছনে আমার কোনো ভূমিকা নেই: জাবি কোষাধ্যক্ষ
এ প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। তাই এ বিশ্ববিদ্যালয়ে আরো কিছু আসন কমানোর চিন্তা চলছে। যাতে সার্বিক বিষয়ে সামঞ্জস্য রেখে গুণগত শিক্ষা ও উন্নত গবেষণার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন তরান্বিত করা সহজ হয়।