বহিষ্কৃত হয়েও পরীক্ষা দিলেন চবি ছাত্রলীগের দুই কর্মী

রাকিব হাসান রাজু ও ইমন আহাম্মেদ
রাকিব হাসান রাজু ও ইমন আহাম্মেদ  © ফাইল ছবি

ছাত্রী হেনস্তার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কৃত ছাত্রলীগের দুই কর্মী বিভাগের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। বহিষ্কৃত দু’জন হলেন দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের রাকিব হাসান রাজু ও ইমন আহাম্মেদ।

বুধবার (৩ আগস্ট) থেকে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে চার ঘণ্টার এ পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশ নেন তারা।

গতবছরের ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগের ঘটনায় গত ২৫ জুলাই ছাত্রলীগের চার কর্মীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ ও রাকিব হাসান রাজু।

নিয়ম অনুযাযী, বহিষ্কার হওয়ায় একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না ওই চার শিক্ষার্থী। তবে বুধবার বহিষ্কৃত দুজন বিভাগের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: আরও ৪ শিক্ষার্থী বহিস্কার

এ বিষয়ে দর্শন বিভাগের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘আমরা রেজিস্ট্রার কার্যালয় থেকে বহিষ্কারের কোনো চিঠি পাইনি। তাই তাদের পরীক্ষায় বসতে অনুমতি দিয়েছি।’

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘পরীক্ষায় বসার ব্যাপারটা যখন আমি জেনেছি তখন চেয়ারম্যানকে ফোন করে বলে দিয়েছি পরীক্ষা বাতিল করতে। পরীক্ষা এরই মধ্যে বাতিল হয়ে গেছে। সামনের পরীক্ষাগুলোও তারা দিতে পারবে না।’

চিঠি না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘চিঠি ইস্যু করতে হলে কিছু অফিসিয়াল প্রক্রিয়া আছে। প্রক্রিয়াগুলো শেষ করে দ্রুতই চিঠি চলে যাবে।’

 


সর্বশেষ সংবাদ