২৭ জুলাই ২০২২, ১৫:০৮

জাবির ভিসি প্যানেল নির্বাচন ১২ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আগামী ১২ আগস্ট (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) ও রিটার্নিং কর্মকর্তা রহিমা কানিজ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। রহিমা কানিজ বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মৌখিকভাবে নির্দেশ পেয়ে তিন সদস্যের প্যানেল নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশেষ সিনেট সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয় এ্যাক্টের ১১(১) ধারা অনুযায়ী সিনেট সভায় এ নির্বাচন করতে হয়। নির্বাচন সংক্রান্ত সংবিধি অনুযায়ী সিনেটের সচিব তথা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবরমতে, এ নির্বাচনে প্রায় ৮১ জন সিনেটর ভোট প্রদান করবেন। এখানে তিনটি প্যানেল থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। 

এর আগে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত সচিব আবু ইউসুফ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রায় ১ মাস আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৩ সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচন করার করার জন্য বলা হয়েছে।