চবিতে গানে গানে ছাত্রী নির্যাতনের প্রতিবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদী গানের আয়োজন করেছে শিক্ষার্থীরা৷ এই আয়োজনের মাধ্যমে বেঁধে দেওয়া সময়ের কাউন্ট ডাউন চলছে।
শুক্রবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেন স্টেশনে রাত সাড়ে ৮টায় প্রগতিশীল ছাত্র জোট আয়োজন করে প্রতিবাদী গানের আসর। এতে যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরাও।
প্রশাসন শিক্ষার্থীদের চার দফায় স্বাক্ষর করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকতে বলে। চার কর্মদিবসের বাকি আছে তিন কর্মদিবস। এরই মধ্যে দু'জন অপরাধীকে শনাক্তের কথা বললেও কোনো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে এটি গোপন রাখা হয়েছে দাবি প্রশাসনের। তবে এবিষয়ে হাটহাজারি থানা থেকে কোনো কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে চবির বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এক ছাত্রীকে হেনস্তা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী হাটহাজারী থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।