১৭ জুলাই ২০২২, ২০:২৭

রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক উন্নয়নে কাজ করবে রাবি

বি এম জামালে মতবিনিময় সভা   © টিডিসি ফটো

দেশের রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক উন্নয়নে কাজ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও নর্দান এমিরেটস এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সাথে মতবিনিময়কালে এ আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রবিবার (১৭ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে কনসাল জেনারেল জামাল হোসেন তার দীর্ঘ কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা বিনিময় করার পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক নানান সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন কারণে পারিবারিক ও সামাজিকভাবে মানসিক চাপে থাকেন। তাই রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচালিত গবেষণা করার পাশাপাশি প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে তাদের মানসিক উন্নয়নে অবদান রাখতে অনুরোধ করেন এই কনসাল জেনারেল।

আরও পড়ুন: দেশের বাজারে কমল সোনার দাম

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা রেমিটেন্সের যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া করোনাকালে রেমিটেন্স যোদ্ধাদের অনবদ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এমনকি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক উন্নয়নে অবদান রাখতে কার্যকর পন্থা অবলম্বন করার পাশাপাশি এবিষয়ে গবেষণা জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের অনুরোধ করেন উপাচার্য। 

মতবিনিময়কালে উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ারুল হাসান সুফী, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেমিটেন্স যোদ্ধাদের মনোসামাজিক উন্নয়নে দুবাইয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একতাবদ্ধভাবে গবেষণা কাজ পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কনসাল জেনারেল বি এম জামাল।