ছাত্রলীগের নতুন ইউনিট বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের নতুন ইউনিটের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (০৪ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন সাংগঠনিক ইউনিট হিসেবে ‘‘বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, জামালপুর’’-কে অন্তর্ভুক্ত করা হলো।
আরও পড়ুন: ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ঢাবির মামলা, আসামি ৪০০
এদিকে, বশেফমুবিপ্রবিকে শাখা ছাত্রলীগের নতুন ইউনিট হিসেবে যুক্ত করায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। পরে এদিন দুপুরে আনন্দ মিছিলের আয়োজন করে শাখা ছাত্রলীগ।
বশেফমুবিপ্রবিকে নতুন সাংগঠনিক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতারা।