২৬ জুন ২০২২, ১৫:২৮
জাবির প্রাধ্যক্ষ কমিটির নতুন সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাধ্যক্ষ কমিটির নতুন সভাপতি হিসেবে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিকে নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, 'কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রচলিত পালাক্রম নীতি অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্টকে কমিটির সভাপতি নিয়োগ করা হয়েছে।'
উল্লেখ্য, আব্দুল্লাহ হেল কাফি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।