২৫ জুন ২০২২, ১৬:৩১
চবিতে ঈদের ছুটি শুরু ১ জুলাই

ঈদুল আযহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে। আর অফিস বন্ধ হচ্ছে ৭ জুলাই থেকে। ঈদের পর একাডেমিক কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই থেকে। একইদিন অফিস কার্যক্রমও শুরু হবে।
শনিবার (২৫ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ৩-১৪ জুলাই। আর অফিস বন্ধ থাকবে ৭-১৪ জুলাই। তবে ৩ জুলাইয়ের পূর্বে দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। আর ১৪ জুলাইয়ের পরের দুইদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই থেকে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

ক্যান্টনমেন্ট বসে ভারতের পরিকল্পনায় নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

এমসি কলেজে প্রথমবারের মতো ছাত্রশিবিরের গণ ইফতার

আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে ড. ইউনূসকে বার্তা দিয়ে স্ট্যাটাস হাসনাত আবদুল্লাহর
