২৫ জুন ২০২২, ০৮:৩৩

গবেষণায় ৪০ লাখ টাকা বরাদ্দ বাড়িয়েছে জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ অর্থবছরে ২৭৯.১৩ কোটি টাকার বাজেট সিনেটের বার্ষিক অধিবেশন অনুমোদন দেওয়া হয়েছে। এতে গবেষণায় গত অর্থ বছরের চেয়ে ৪০ লাখ টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সাড়ে তিনটায় সিনেট হলে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া ৩৯তম অধিবেশনে এই বাজেট অনুমোদন করা হয়। 

৪ ও ৫ নং আলোচ্যসূচিতে সিনেট সদস্যদের আপত্তির পর ৬নং আলোচ্যসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ২০২১-২২ অর্থবছরের জন্য ২৭৮.০২ কোটি টাকার সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের ২৭৯.১৩ কোটি টাকার মূল বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যরা সংশোধিত বাজেটটি অনুমোদন করে।

বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪.৪ কোটি টাকা যা মোট বাজেটের ১.৫৮ শতাংশ। গতবারের তুলনায় এবার ৪০ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২১-২২ এর সংশোধিত বাজেটে এটি ছিলো ৪ কোটি টাকা। 

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা: শিক্ষা প্রতিষ্ঠান কি আবারও বন্ধ হবে?

২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৩২ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা। এটি মোট বাজেটের ১১.৪৭ শতাংশ। ২১-২২ অর্থ বছরের সংশোধিত বরাদ্দে রাখা হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকা।

এবার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ কার্যক্রম ও আনুষঙ্গিক ব্যয় (বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পোশাক ও কোর্তা, মুদ্রণ ও মনিহারী, যানবাহনের জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, বিজ্ঞাপন খরচ, খাজনা ও কর ইত্যাদি সহ) ৩২ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার টাকা যা মোট বাজেটের ১১.৬০ ভাগ।

অন্যবারের মতো এবারও সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি, কন্টিনজেন্সী এবং আনুষঙ্গিক খরচে ৯৭ কোটি ৮৬ লক্ষ ৪১ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.০৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে ৯৮ কোটি ৪১ লক্ষ ৭৭ হাজার টাকা, যা মোট বাজেটের ৩৫.৪০ শতাংশ। এদিকে সমাবর্তনের জন্য মূল বাজেটে  ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশেষ অনাবর্তক মঞ্জুরীর ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়নি।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, আগে থেকে সমাবর্তন না হওয়ায় এই খাতে কোন বরাদ্দ ইউজিসি দেয়নি। তবে তারা বলেছে, সমাবর্তন হলে ইউজিসি বরাদ্দ দেবে।