২৪ জুন ২০২২, ১৮:৩১

জাবির সিনেটে পুরোনো বাজেট পাসে আপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

প্রায় ৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ৩৯তম সিনেট অধিবেশন শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই অধিবেশন শুরু হয়। তবে অধিবেশন শুরুর পর ১, ২ ও ৩ নং আলোচ্যসূচি সম্পন্ন হলে সিনেট সদস্যরা ৪ ও ৫ নং আলোচ্যসূচিতে আপত্তি জানান। 

উপাচার্যের ভাষণ ও আলোচনা, ২০১৯ সালে অনুষ্ঠিত সিনেটের ৩৮তম বার্ষিক সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও ২০১৯ সালে  অনুষ্ঠিত সিনেটের ৩৮তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা করার পর 8 নং আলোচ্যসূচিতে ২০১৯-২০২০ সনের (সংশোধিত) এবং ২০২০-২০২১ সনের (মূল) রেকারিং বাজেট কার্যোত্তর অনুমোদন বিবেচনা ও ৫ নং আলোচ্যসূচিতে ২০২০-২০২১ সনের (সংশোধিত) এবং ২০২১-২০২২ সনের (মূল) রেকারিং বাজেট কার্যোত্তর অনুমোদন বিবেচনার প্রসঙ্গ উপস্থাপন করলে সিনেট সদস্যরা বিরোধিতা করেন।

সিনেট সদস্য ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘‘করোনার সময় আমাদের বিশ্ববিদ্যালয় ইউজিসির বিবেচনায়  অনলাইন ক্লাসে নেওয়ায় প্রথম হয়েছে। আমরাও রাত জেগে ঘণ্টা পর ঘণ্টা সিন্ডিকেট মিটিং করেছি। ঢাবিও অনলাইনে সিনেট করেছে। আমাদের এখানেও নিয়োগও হয়েছে অনলাইনে। তাহলে আমরা কেন অনলাইনে সিনেট মিটিং করতে পারি নি? কি সেই অদৃশ্য কারণ?’’

আরও পড়ুন: পাঁচ বছরে শতকোটি টাকার হিসাব নেই জাবির বাজেটে 

এ ব্যাপারে অন্যান্য আরো সিনেট সদস্যরাও সমর্থন করে বক্তব্য দেন।পরে ৪ ও ৫ নং আলোচ্যসূচি রেখে ৬ নং আলোচ্যসূচিতে কোষাধ্যক্ষ  ২০২১-২০২২ সনের (সংশোধিত) এবং ২০২২-২০২৩ সনের (মূল) রেকারিং বাজেট উপস্থাপন করেন।