রাবিতে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বুধবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় ১ম পর্বের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আবেদনে কিছু আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় ধাপের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা ২৬ জুন বিকেল ৬টা পর্যন্ত চলবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন পড়ে ৩ লাখ ৯৮ হাজার। যাচাই-বাছাই শেষে এ, বি ও সি ইউনিটের প্রতিটিতে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। এ আবেদন প্রক্রিয়া চলবে তিন ধাপে। সর্বশেষ ধাপ ২৬ দুপুর ২টা হতে ২৮ রাত ১২টা পর্যন্ত।