২০ জুন ২০২২, ১২:৪৮
পাহাড়ধসে চবির রাস্তা বন্ধ
ভারি বর্ষণে পাহাড়ধসে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি রাস্তা। সামাজিক বিজ্ঞান অনুষদের পাশের রাস্তায় রোববার (১৯ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার টানা বৃষ্টিতে পাহাড়ধসে কাটা পাহাড়ের রাস্তায় মাটি চলে আসে। সামাজিক বিজ্ঞান অনুষদের রাস্তায়ও একই ঘটনা ঘটেছে। সেখানে গাছ উপড়ে পড়েছে।
‘সকালে কাটা পাহাড়ের রাস্তার মাটি সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের রাস্তা এখনও বন্ধ। সেখানে একটি গাছ উপড়ে পড়েছে। আমরা দ্রুত এটি সরানোর চেষ্টা করছি।’
অন্যদিকে, উপজেলার পাহাড়তলি ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে পানি ঢুকে পড়েছে।