বিতর্কে এফ রহমান হলের কাছে হারল শামসুন নাহার হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফ রহমান হল ডিবেটিং ক্লাব। শনিবার (১৮ জুন) বিকাল ৫টায় আর সি মজুমদার মিলনায়তনে ফাইনাল বিতর্ক অনুষ্ঠান শুরু হয়। গত শুক্রবার ১৮টি হল নিয়ে রাজু ল- ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
এদিন ফাইনাল বিতর্ক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ফাইনালে শামসুন নাহার ডিবেটিং ক্লাবের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হয় এফ রহমান হল ডিবেটিং ক্লাব।
ফাইনাল বিতর্কের বিষয় ছিলো ‘‘এই সংসদ একই ব্যক্তির দলীয় প্রধান ও সরকার প্রধান হওয়া সমর্থন করে না।’’ ফাইনাল বিতর্কের বিচারক প্যানেলে ছিলো সরকারের উপ-সচিব ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, সরকারের এডিশনাল ডেপুটি অডিটর জেনারেল এবং ডিইউডিএস এর সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল এবং বিটিভির স্কুল বিতর্ক সমন্বয়ক সৈয়দ আসিক।
অনুষ্ঠানে ডিইউডিএস সভাপতি শেখ মো. আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাবির উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএস-এর চীফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, রাজু ল' এর ম্যানেজমেন্ট কনসালটেন্ট রোকন উদ্দিন। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে এফ রহমান ডিবেটিং ক্লাব এবং রানার আপ হয়েছে শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাজেট বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বাজেট বৃদ্ধিতেও ভূমিকা রাখবেন তিনি।ডিইউডিএস শিক্ষার্থীবান্ধব আরো প্রোগ্রামের আহ্বান জানান।
ডিইউডিএস এর সভাপতি শেখ আরমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন শিক্ষার্থীবান্ধব হয় সেটা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন সম্ভব নয়। প্রশাসনিক বিষয়গুলো আরো বেশি সহজ করার কথা তিনি বলেন যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে।