পোশাক শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে ঢাবির অ্যাপারেল ফাউন্ডেশন
তৈরি পোশাক শিল্পে টেকসই স্থায়িত্বের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপারেল ফাউন্ডেশন। "পোশাক ও বস্ত্র শিল্পের সম্ভাবনা ও আগামী ১০ বছরের চ্যালেঞ্জ" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) অ্যাপারেল ফাউন্ডেশন। শুক্রবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের রফিকুল ইসলাম খান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে পোশাকের গুণগত মানের উন্নতির দিকে বিশেষ নজর দিতে আহ্বান জানান। এছাড়া দেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নের উপরে গুরত্ব আরোপ করেন বক্তারা।
বিশ্বব্যাপী পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক ও পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে প্রভাবিত করে এমন সেসব চ্যালেঞ্জ নিয়ে গবেষণা কর্মের ফলাফল উপস্থাপন করনে আমন্ত্রিত অতিথিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপারেল ফাউন্ডেশনের সদস্যরা ভবিষ্যতে পোশাকশিল্পে টেকসই স্থায়ীত্বে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আরিফ রাজ্জাক। পোশাকের গুনগত মান বৃদ্ধিার মাধ্যমে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশের টিকে থাকার উপর গুরত্ব আরোপ করেন মনিরুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপারেল ফাউন্ডেশন হলো বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন। যারা সরাসরি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। এ সংগঠনটি ২০১৭ সালে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০২২ সালের ১৭ই জুন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকি হোসেন খান (ডিরেক্টর, স্নোটেক্স গ্রুপ এবং সদস্য সচিব হয়েছন আরিফ আহমেদ (সিইও, জিপারস লেবেলস এ্যান্ড অ্যাকসেসরিজ)।
মূলত পোশাক শিল্পের সাথে জড়িত ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা অ্যাপারেল ফাউন্ডেশন'র প্রধান উদ্দেশ্য। এছাড়া ভবিষ্যতে ঢাবির যেসকল শিক্ষার্থী পোশাক শিল্পে আসতে চায়, তাদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদের গড়ে তুলতে সহযোগিতা করা।
সেমিনারে অতিথি হিসেবে ছিলেন মোঃ মনিরুজ্জামান, কান্ট্রি ম্যানেজার পিডিএস ফারিস্ট, এবং মোঃ আরিফ রাজ্জাক, কান্ট্রি ম্যানেজার, কিয়াবি ইন্টারন্যাশনাল সাপ্লাই সার্ভিসেস লিমিটেড। বিশেষ বক্তা হিসেবে ছিলেন জাকি হাসান খান, মহীউদ্দীন আলমগীর রবিন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, মতিউর রহমান (হেড অফ অপারেশনস, সারা লাইফস্টাইল, একেএম শোয়েব ( সিইও, নিউ স্টার হাই লুন), অমিত কে বিশ্বাস (হেড অফ অপারেশনস, চৈতী গ্রুপ), নাজমুল হুদা সুমন ( স্টুয়ার্ট পিটারর্স)।