০৯ জুন ২০২২, ১৩:১৯

মহানবীকে নিয়ে কটূক্তি: স্লোগানে স্লোগানে উত্তাল রাবি ক্যাম্পাস

  © টিডিসি ফটো

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে নারায়ে তাকবির ধ্বনিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস । 

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে রাসূলকে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে তারা।  এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে মানবন্ধন করেন তারা। 

রাসূল (সা.)-কে কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে নারায়ে তকবির, আল্লাহ হু-আকবার স্লোগান দিতে থাকে শিক্ষার্থী। এছাড়া 'রাসূলকে কটুক্তি, মানি না মানব না', মোদির দুই গালে জুতা মারো তালে তালে' ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। 

মানবন্ধনে রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তার আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না। 

এছাড়া মানবন্ধনে ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দের হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।